মঙ্গলবার, ০৫ জুলাই, ২০১৬, ০২:৫২:৩৭

ইন্দোনেশিয়ায় পুলিশ সদরদপ্তরে আত্মঘাতী হামলা

ইন্দোনেশিয়ায় পুলিশ সদরদপ্তরে আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভার সোলো শহরে পুলিশের সদরদপ্তরে আত্মঘাতী বিস্ফোরণে একজন বোমাবাজ মারা গেছে। তিনি সদরদপ্তরের গাড়িবহরে প্রবেশের চেষ্টাকালে পুলিশি বাধা পেলে বিস্ফোরণ ঘটান।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে জানান সেন্ট্রাল পুলিশ গ্র্যান্ড কমিশনার আলোসিয়াস লিলিয়েক দার্মিন্তো। এ সময় একজন পুলিশ কর্মকর্তা আহত হন বলে জানান লিলিয়েক।

কারা এ ঘটনা ঘটাতে পারে তা জানাতে পারেনি পুলিশ। তবে তদন্ত শুরু হয়েছে। রমজান মাসে সারাবিশ্বের হামলা জোরদার করেছে ইসলামিক স্টেট।

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় এ হামলার আগে তুরস্ক, বাংলাদেশ, সৌদি আরব ও ইরাকে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। তবে এ সবগুলো হামলার দায় স্বীকার করেনি আইএস। সূত্র: সিএনএন
৫ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে