আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের মুসলমানরা আজ পবিত্র ঈদুল ফিতর পালন করছে। মুসলিম প্রধান দেশটিতে রমজানের রোজা শেষে আজ আনন্দে উদযাপন করছে ঈদ। ঘরে ঘরে আজ অনাবিল প্রশান্তি।
দেশটিতে ঈদ উপলক্ষে ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। জুলাইয়ের ২ তারিখ থেকে ছুটি শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিক ছুটি থাকছে আজ থেকে ৭ জুলাই পর্যন্ত।
প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম ৮ তারিখও সরকারি ছুটি ঘোষণা করে একটি সার্কুলারে স্বাক্ষর করেছেন।
তুরস্কে ৬ তারিখ থেকে পবিত্র রমজানের রোজা রাখা শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কাল মুসল্লিরা শেষ ইফতার করেছেন। আজ দেশটির ঘরে ঘরে ঈদের আনন্দ।
ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
তবে এবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাতের দেশগুলোতে ঈদুল ফিতর পালিত হবে বুধবার।
সোমবার আমিরাতের চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটি সদস্যরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার ঈদুল ফিতরের ঘোষণা দেন।
৫ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম