মঙ্গলবার, ০৫ জুলাই, ২০১৬, ০৯:৩০:৪৯

শপথ নেয়ার সময় নিজের নামই ভুলে গেলেন মন্ত্রী!

শপথ নেয়ার সময় নিজের নামই ভুলে গেলেন মন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক : নরেন্দ্র মোদির সরকারে নতুন করে জায়গা পেলেন ১৯ জন।  কিন্তু শপথবাক্য পাঠ করতে গিয়ে নিজের নাম বলতেই ভুলে গেলেন রাজ্যসভার সাংসদ রামদাস আটাওয়ালে।

সঙ্গে সঙ্গে সেই ভুল ধরিয়ে দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে নতুন ১৯ জন জায়গা পেয়েছেন তাদের মধ্যে একজন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার নেতা রামদাস আটাওয়ালে।

কিন্তু শপথ নিতে গিয়েই বাঁধে বিপত্তি।  নিজের নাম না বলেই শপথবাক্য পাঠ করতে শুরু করে দেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে থামান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

প্রথমে নাম বলতে বলেন তিনি।  কিছুক্ষণের জন্য থমকে গেলেও ফের নিজের নাম বলে শপথবাক্য পাঠ করেন রাজ্যসভার এই সাংসদ।    

মঙ্গলবার সকাল ১১টায় রাষ্ট্রপতি ভবনে মন্ত্রিসভার ১৯ জন নতুন সদস্যকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।  সদস্য সংখ্যা বেড়ে বর্তমান মন্ত্রিসভা দাঁড়িয়েছে ৭৮ জনে।  

এনডিটিভি ও দ্য হিন্দুর খবরে জানানো হয়, দেশের ১০টি রাজ্য থেকে নতুন ১৯ জনকে মন্ত্রী করা হয়েছে। এর মধ্যে উত্তর প্রদেশ ও গুজরাটের রয়েছেন ৩ জন করে।    
৫ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে