শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০৪:৫৩

১৫ শিশুকে নিশ্চিত মৃত্যু থেকে বাঁচালেন এক বৃদ্ধ

১৫ শিশুকে নিশ্চিত মৃত্যু থেকে বাঁচালেন এক বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: না, হিরো হওয়ার কোনও ইচ্ছেই তাঁর ছিল না। বৃদ্ধ বয়সে সারা জীবনের পেশা দুধ বিক্রি করেই দিনগুলো কেটে যাচ্ছিল। অবিশ্য বৃদ্ধই বা বলি কী করে, ৬০ বছর বয়সে কেউ যদি মাঝ নদী ডুবতে থাকা ১৫ শিশুকে একা হাতে বাঁচিয়ে পাড়ে নিয়ে আসেন, তাঁকে আর যা-ই হোক বৃদ্ধ বলাটা ঘোরতর অন্যায়। ভারতের উত্তরপ্রদেশের রামজিত্‍‌ যাদব এখন সত্যি সত্যিই ভারতীয় হিরো।

মিরজাপুর জেলার দোলাপাত্তি গ্রামের বাসিন্দা রামজিত্‍ নিত্য দিনের মতো বৃহস্পতিবারও গঙ্গা পেরিয়ে মিরজাপুর শহরে দুধ বিক্রি করতে যাচ্ছিলেন মাঝগঙ্গায় দেখেন, একটি বোট ধীরে ধীরে ডুবছে। আর বোটে ভর্তি স্কুল ছাত্র-ছাত্রী। প্রাণে বাঁচতে চিত্‍‌কার করে কাঁদছে। বোটচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। রামজিত্‍‌ এই দৃশ্য দেখেই নদীতে ঝাঁপ দেন। ডুবন্ত বোটটির কাছে গিয়ে শিশুদের বলেন, 'কেউ একজন আমার হাত ধরো। বাকিরা পর পর একে অপরের হাত শক্ত করে ধরো। শত কষ্ট হলেও ছাড়বে না।'

রামজিত্‍‌-এর দুঃসাহসিক কীর্তি দেখতে গঙ্গাপাড়ে রীতিমতো ভিড় জমে যায়। রামজিত্‍‌-এর কথা মতো সবাই একে অপরের হাত ধরে। রামজিত্‍‌ সাঁতরে সকলকে পাড়ে নিয়ে আসেন।নিজের গ্রামে তো বটেই, আশপাশের সব গ্রামেই রামজিত্‍‌ এখন হিরো। জাতীয় হিরো নন? কী বলেন? -এই সময়
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে