বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩০:৫৮

দ্বিতীয় বিয়ের অনুমতি দিলেন পোপ

দ্বিতীয় বিয়ের অনুমতি দিলেন পোপ

আন্তর্জাতিক ডেস্ক : ষোড়শ শতকের মাঝামাঝি। ইংল্যান্ডে তখন টিউডর রাজা অষ্টম হেনরির রাজত্ব। আর ঠিক এই সময় বিবাহিত রাজা প্রেমে পড়লেন যুবতী অ্যানি বোলিনের। তবে ধর্মের কড়া বিধান, প্রথম স্ত্রী থাকলে আর দ্বিতীয় বিয়ে করা যাবে না। বিয়েতে প্রধান বাধা হয়ে দাঁড়াল গির্জা। নিয়মের গেরো থেকে মুক্তি পেতে শেষে ধর্মই আলাদা করে ফেললেন রাজা। রোমান ক্যাথলিক গির্জা থেকে বেরিয়ে এসে তৈরি হল চার্চ অব ইংল্যান্ড।

ধর্মীয় যে গোঁড়ামির জেরে সেই সুদূর ষোড়শ শতকে অষ্টম হেনরি এই চরম পদক্ষেপ করতে বাধ্য হয়েছিলেন, একুশ শতকে এসে তা গুঁড়িয়ে দিতে চলেছেন পোপ ফ্রান্সিস। আজ তিনি ঘোষণা করলেন, রোমান ক্যাথলিকদের দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়ে সংস্কারের পথে হাঁটবেন তিনি।

রোমান ক্যাথলিক চার্চের নিয়ম অনুযায়ী, বিয়ের বন্ধন চিরস্থায়ী। ফলে বিবাহ-বিচ্ছেদের কোনও জায়গাই নেই। আর যদি একান্তই বিচ্ছেদ প্রয়োজন হয়, তা হলে প্রমাণ করতে হবে, প্রথম থেকেই বিবাহিত জীবনে সমস্যা ছিল। গোটা প্রক্রিয়াটা খুবই জটিল। বিয়ে ভাঙতে গেলে দু’টি গির্জা ট্রাইব্যুনালের কাছ থেকে ক্যাথলিকদের অনুমতি নিতে হতো। পোপের সংস্কারের এই সিদ্ধান্তে বিচ্ছেদ প্রক্রিয়া আরও সহজ হবে। এবং দ্বিতীয় বিয়ের প্রক্রিয়াটাও সুগম হবে।

পোপ জানিয়েছেন, কোনও দম্পতি যদি বিচ্ছেদ চান, তা হলে তাঁরা তা গির্জাকে জানাতে পারবেন। এবং দু’জন সম্মত হলেই বিশপরাও সরাসরি বিচ্ছেদের অনুমতি দিয়ে দেবেন।
 
৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে