আন্তর্জাতিক ডেস্ক: গঙ্গায় নিয়মিতই সাঁতার কাটতো ২৭ বছরের আশিস চৌহান। কিন্তু গতকাল মঙ্গলবার দুপুরে মোবাইলে ছবি তোলার নেশায় আর বন্ধুদের উস্কানিতে মদ্যপ অবস্থায় গঙ্গা নদীতে ঝাঁপ দেন যুবক।
প্রথমে রাজি না হলেও ভারতের হরিদ্বারের গন্ধমিরপুরের বাসিন্দা আশিষ বন্ধুদের খুশি করতে ঝাঁপ দিয়েই দেন গঙ্গা নদীতে। সেই দৃশ্য নিজেদের মোবাইলে রেকর্ডও করেন আশিষের বন্ধুরা।
কিন্তু হঠাতই তাঁরা লক্ষ্য করেন, দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও তাঁদের বন্ধু গঙ্গা নদী থেকে ডুব দিয়ে আর উঠছেন না। এরপরই তাঁরা স্থানীয় থানায় খবর দেন।
পুলিশ ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করে যুবকের খোঁজ শুরু করেন। কিন্তু এখনও তাঁর কোনও হদিশ পাওয়া যায়নি। ঘটনার পর ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে, কিন্তু এখনও ডুবুরি নামিয়ে তার দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
তবে অদ্ভূতভাবে আশিষের বাড়ির লোক কোনও নিখোঁজ ডায়েরি করেননি। বরং তাঁরা একটি চিঠি পুলিশকে দিয়েছেন, সেখানে দাবি করা হয়েছে, এটি নিছকই একটি দুর্ঘটনা।আশিষের মৃত্যুর জন্যে কেউ দায়ি নন।-এপিবি
৮ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস