আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডে বোরকা নিষিদ্ধ করে একটি বিতর্কিত আইন করায় তার প্রতিবাদ করায় এক মুসলিম ব্যবসায়ী এবং এক নওমুসলিমকে জরিমানা করা হয়েছে।
একজনকে ১৮০ পাউন্ড (১৮৩২৪ টাকা) এবং অন্যজনকে ৭,৭০০ পাউন্ড (৭ লাখ ৮৩ হাজার ৮৭২ টাকা) জরিমানা করেছে একটি আদালত।
শুক্রবার দক্ষিণ সুইজারল্যান্ডের ইতালি ভাষাভাষি অঞ্চলে তা কার্যকর হয়েছে।
আইনটি কার্যকর করার প্রতিবাদে জুরিখের বাসিন্দা এবং ফরাসি-আলজেরিয়ান নাগরিক নুরা ইল্লি এবং মুসলিম অধিকারের ব্যাপারে সোচ্চার রিচার্ড নেকাজ পূর্ণ ইসলামী পোশাক পরে রাস্তায় নেমে আসেন।
পথে পুলিশ তাদের গতিরোধ করে নেকাজকে ১৮০ পাউন্ড এবং নওমুসলিম নূর ইল্লিকে (১৯) ৭,৭০০ পাউন্ড জরিমানা করে।
২০১১ সালে নেকাজ বিশ্বজুড়ে নারীদের বোরকা পরার অধিকার প্রতিষ্ঠার জন্য ১০ লাখ ইউরোর একটি তহবিলের ব্যবস্থা করেন।
৮ কোটি জনঅধ্যুষিত সুইজারল্যান্ডে মুসলমান সাড়ে তিন লাখ। নতুন আইন করার পর প্রায়ই মুসলমানদের জরিমানা দিতে হচ্ছে। এবারও বাদ গেল প্রতিবাদকারী দুজন।
৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম