শনিবার, ০৯ জুলাই, ২০১৬, ১২:২৫:৫২

শ্বেতাঙ্গদের হত্যা করতে চেয়েছিল ডালাসের অস্ত্রধারী

শ্বেতাঙ্গদের হত্যা করতে চেয়েছিল ডালাসের অস্ত্রধারী

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডালাস শহরে বন্দুকধারীদের গুলিতে অন্তত পাঁচজন পুলিশ নিহত হওয়ার পর ওই শহরের পুলিশ প্রধান বলছেন, এ ঘটনার প্রধান সন্দেহভাজন ব্যক্তির লক্ষ্য ছিল বিশেষ করে শ্বেতাঙ্গ অফিসারদের হত্যা করা।

সংবাদ মাধ্যম বলছে এই লোকটির নাম মাইকা জনসন এবং পুলিশের সাথে সংঘর্ষে ইতিমধ্যেই তার মৃত্যু হয়েছে। তিনি একসময় সেনাবাহিনীতে ছিলেন। কয়েকদিন আগে পুলিশের হাতে একজন কৃষ্ণাঙ্গ নিহত হবার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হবার পরই এই ঘটনা ঘটলো।

ওই ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভের সময় রাস্তার ওপরই পুলিশের ওপর গুলি চালানো হয় যাতে আরো সাতজন পুলিশ সহ অন্তত ৯ জন আহত হয়।

ডালাসের পুলিশ প্রধান ডেভিড ব্রাউন দাবি করছেন, এই বন্দুকধারীকে আত্মসমর্পন করানোর জন্য একজন মধ্যস্থতাকারীরা মাধ্যমে আলোচনা চলছিল। তখন মাইকাহ জনসন জানিয়েছেন, যে, পুলিশ যেভাবে সম্প্রতি কিছু কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেছে, সেসব নিয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শ্বেতাঙ্গদের ব্যাপারেও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, তিনি শ্বেতাঙ্গদের হত্যা করতে চেয়েছিলেন, বিশেষ করে শ্বেতাঙ্গ পুলিশ অফিসারদের, মারা যাওয়ার আগে সেকথাই তিনি বলেছেন।

পুলিশ বলছে, যখন তাকে পুলিশ একটা জায়গায় ঘেরাও করে কোনঠাসা করে ফেলেছিল, তখন সেখানে পুলিশের বিশেষ রোবট পাঠিয়ে বোমার বিস্ফোরণ ঘটানো হয়, সেই বিস্ফোরণে মিকাহ জনসন মারা যান। -বিবিসি
৯ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে