শনিবার, ০৯ জুলাই, ২০১৬, ০১:০৩:৩৮

জাকির নায়েকের গ্রেফতার চান উত্তর প্রদেশের আলেমরা

জাকির নায়েকের গ্রেফতার চান উত্তর প্রদেশের আলেমরা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি সফরে রয়েছেন ইসলাম ধর্মের অন্যতম জনপ্রিয় প্রচারক জাকির নায়েক। চলতি মাসের ১১ তারিখে দেশে ফেরার কথা রয়েছে মুম্বাইয়ের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রধানের। ভারতের মাটিতে পা রাখলেই তাকে গ্রেফতার করা হতে পারে বলে জানা গিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর সূত্রে।

এই প্রেক্ষাপটে এবার ড. জাকির নায়েক ও পিস টিভির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ভারতের উত্তর প্রদেশের শীর্ষস্থানীয় কয়েকজন আলেম। ঢাকার হলি আর্টিসান ক্যাফের হামলাকারীরা ড. জাকির নায়েকের বক্তব্য থেকে অনুপ্রাণিত ছিল এমন রিপোর্টের প্রসঙ্গ টেনে তার গ্রেফতারের আহ্বান জানানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, উত্তর প্রদেশের বারেইলি শহরের বরেলভি সুন্নি গোষ্ঠীর আলেমরা ঈদগাহ ময়দানে দেয়া বক্তব্যে জাকির নায়েকের গ্রেফতার ও পিস টিভির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। মওলানা শাহবুদিন রাজভি বলেন, ‘ঢাকা রেস্তোরাঁয় হামলাকারী সন্ত্রাসীরা জাকির নায়েক থেকে অনুপ্রাণিত বলে রিপোর্ট এসেছে। তার বক্তব্য সন্ত্রাসবাদ এবং মানুষকে উগ্রপন্থার দিকে নিয়ে যাওয়া সমর্থন করে। তাকে গ্রেফতার করা উচিত এবং তার চ্যানেল পিস টিভিকে বন্ধ করা উচিত। মওলানা আসজাদ রাজা খান কাদরি জাকির নায়েকের ওপর নিষেধাজ্ঞার দাবি জানান। তিনি বলেন, ‘নায়েকের কর্মকান্ড ইসলাম ও ভারতীয় সংস্কৃতি বিরোধী। ২০০৮ সালে উত্তরপ্রদেশ রাজ্য সরকার লক্ষ্মৌ, কানপুর ও এলাহাবাদে তার অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল।’

৯ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে