শনিবার, ০৯ জুলাই, ২০১৬, ১০:২৬:৪৬

আইএস ধ্বংস করতে আসছে রুশ রণতরী

আইএস ধ্বংস করতে আসছে রুশ রণতরী

আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসকে সমূলে উৎপাটন করার জন্য সিরিয়ায় আসছে রাশিয়া বৃহত্তম যুদ্ধজাহাজ। আইএসবিরোধী পদক্ষেপ হিসেবে এটি পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এই যুদ্ধজাহাজ চলতি বছরের হেমন্তেই সিরিয়ায় পৌঁছাবে বলে জানা গেছে। জাহাজটি জেট যুদ্ধ বিমান ও সশস্ত্র হেলিকপ্টার বোঝাই করে পাঠানো হবে।

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ২০ বিদেশি নাগরিক এবং এর দুদিন পর ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বোমা হামলায় প্রায় ৩০০ জন নিহত হওয়ার পর রাশিয়া এই পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে।

এই হামলাগুলোকে আইএসের একটি বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে আবির্ভাবের পূর্ব-লক্ষণ বলে চিহ্নিত করা হয়।

৩০৫ মিটার দীর্ঘ বিশালাকৃতির জাহাজটি ৪১টি বিমান ও ১৮টি হেলিকপ্টার বহনে সক্ষম। সূত্র: তাস
০৯ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে