শনিবার, ০৯ জুলাই, ২০১৬, ১০:৫৬:৫৫

পাল্টা জবাব দিতে রুশ ২ কুটনীতিককে বহিস্কার করলো যুক্তরাষ্ট্র

পাল্টা জবাব দিতে রুশ ২ কুটনীতিককে বহিস্কার করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার দুই কুটনীতিককে বহিস্কার করেছে যুক্তরাষ্ট্র। মস্কোতে এক মার্কিন কুটনীতিক রুশ পুলিশের হাতে হেনস্তার শিকার হওয়ার পর এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখাপাত্র জন কিরবি জানান, ১৭ই জুন রাশিয়ান দুই কর্মকর্তাকে বহিস্কার করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয় নি।

৬ই জুন রাশিয়ার এক পুলিশ কর্মকর্তা মস্কোতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে এক মার্কিন কুটনীতিকের ওপর চড়াও হয়। ঘটনাটি জানিয়ে জন কিরবি সে সময় বলেছিলেন, কোন প্রকার উস্কানি ছাড়াই পুলিশ এ কাজ করেছে।

রাশিয়া বলছে, ওই কুটনীতিক সিআইএ’র হয়ে কাজ করতো। সে তার পরিচয়পত্র দেখাতে অস্বীকৃতি জানিয়েছিল। গত মাসে মার্কিন কর্মকর্তারা বলেন, রাশিয়ার নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীগুলোর হাতে মার্কিন কুটনীতিকদের হয়রানীর ঘটনা বেড়ে চলেছে। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া।  
০৯ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে