আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া ও ইরাকে ৩০ হাজার ইসলামিক স্টেটের (আইএস) হয়ে লড়াই করছে বলে জানিয়ে একাধিক দেশকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে ওই বার্তায় আরও বলা হয়েছে, বিদেশী ওই জঙ্গিরা নিজ নিজ দেশে ফিরে গিয়ে আরও ধ্বংসযজ্ঞ চালাতে পারে। ফলে সন্ত্রাসের নিশানায় থাকা দেশগুলিকে এখন থেকেই সতর্ক থাকার পরামর্শ।
এক সংবাদমাধ্যমকে দেওয়া জাতিসংঘের দুর্নীতিদমন শাখার প্রধান জানিয়েছেন, সিরিয়া এবং ইরাকে আইএস নিয়ন্ত্রিত অঞ্চলে বিদেশি যোদ্ধার সংখ্যা এই মুহূর্তে অনেক বেশি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সেই সংখ্যাটা প্রায় ৩০ হাজার।
তিনি মনে করেন, বিভিন্ন দেশের সামরিক হামলায় সিরিয়া ও ইরাকে আইএস রীতিমত কোনঠাসা হয়ে পড়েছে। সেখানে দাঁড়িয়ে তাঁর আশঙ্কা, এই বিদেশি জঙ্গিরা নিজেদের দেশে ফিরে গিয়ে জঙ্গি হামলার পরিমাণ ও মাত্রা বাড়িয়ে দিতে পারে। এই হামলা শুধুমাত্র ইউরোপের মধ্যেই সীমাবন্ধ থাকবে না, বিশ্বের যে কোনও দেশেই এই হামলা ঘটে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে এখন থেকেই যথেষ্ট সাবধান হওয়ার পরামর্শ। -কলকাতা২৪
০৯ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম