শনিবার, ০৯ জুলাই, ২০১৬, ০১:০২:১০

ভুল করে আরেক বিমানবন্দরে অবতরণ করল বিমান! কি ঘটল তারপর?

ভুল করে আরেক বিমানবন্দরে অবতরণ করল বিমান! কি ঘটল তারপর?

আন্তর্জাতিক ডেস্ক : বিমান নিয়ে অভিনব অনেক খবরই মাঝে মাঝে শোনা যায়। তবে যাত্রীবাহী বিমানের ভুল করে অন্য কোনো বিমানবন্দরে অবতরণের খবর শোন যায় না।

এবার তেমনি একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মত কঠোরভাবে এভিয়েশন নীতিমালা অনুসরণ করা দেশে।

বৃহস্পতিবার রাতে শতাধিক যাত্রী নিয়ে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান ভুল করে সাউথ ড্যাকোটার বিমান বাহিনীর ঘাঁটিতে অবতরণ করে। এটি নামার কথা ছিল তার পাঁচ মাইল দূরের র্যাঅপিড সিটিতে।

এলসওয়ার্থ বিমান বাহিনী ঘাঁটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলেছে, বিমানের ওই অবতরণ অননুমোদিত হলেও আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেছেন।

ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনাটি তদন্ত শুরু করেছে।

‘এয়ারবাস এ৩২০ বিমানটির পাইলটকে র্যানপিড সিটি রিজিওনাল এয়ারপোর্টে অবতরণের অনুমতি দেয়া হয়। তার পরিবর্তে বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা পৌনে আটটার কিছু আগে এলসওয়ার্থ বিমান বাহিনীর ঘাঁটিতে অবতরণ করে,’ এক বিবৃতিতে জানায় ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ।

এলসওয়ার্থ বিমান বাহিনীর ঘাটির কর্মকর্তা কর্নেল জেন্ট্রি বসওয়েল বলেন, ‘পাইলট যখন বিমান চালনার মৌলিক বিষয়গুলো মেনে চলতে ব্যর্থ হন তখন এ ধরনের ঘটনা ঘটে।’

এ ঘটনার পর থেকে পাইলটকে দায়িত্ব  পালন থেকে বিরত রাখা হয়েছে বলে জানিয়েছে ডেল্টা কর্তৃপক্ষ।

ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, এ ধরনের ঘটনা এই প্রথম নয়।  এর আগে ২০০৪ সালে নর্থওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমানও ভুল করে এলসওয়ার্থ বিমান বাহিনীর ঘাঁটিতে অবতরণ করে। সেই বিমানটিরও  র্যা পিড সিটিতে অবতরণের কথা ছিল।
০৯ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে