আন্তর্জাতিক ডেস্ক : বিখ্যাত ইসলাম প্রচারক ডা. জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় সরকার এক ঘোষণায় পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করে।
পিস টিভি কয়েকটি ভাষায় বিভিন্ন ধরনের ইসলামী অনুষ্ঠান প্রচার করে আসছিলো। কতিপয় বাংলাদেশের মিডিয়া গুলশানে হামলা ও জাকির নায়েকের বক্তব্য জড়িয়ে নিউজ করে।
এটি আমলে নেয় ভারত সরকার। পরে অনুষন্ধানে নামে ভারত সরকার। পরে এই ঘোষণা দেয়া হয়। জাকির নায়েক পরিচালিত মুম্বাইভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান পিস টিভি। কয়েকদিন আগে থেকে জাকির নায়ের অফিস ঘিরে রাখে পুলিশ।
জাকির নায়েক মধ্যেপ্রাচ্যে রয়েছেন। এনডিটিভির খবরে বলা হয় পিস টিভি বন্ধই নয় জাকির নায়েক দেশে ফিরলে তাকেও গ্রেফতার করাও হতে পারে।
৯ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর