আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় ইসলাম প্রচারক ও ধর্মতত্ত্বের পণ্ডিত ডাঃ জাকির নায়েকের উপর ভারত সরকারের নজরদারি বাড়ানোর প্রেক্ষিতে তুমুল বিক্ষোভ দেখিয়েছে কাশ্মীরবাসী। সেখানে তার সমর্থকদের পক্ষে সমর্থন দিয়েছে কাশ্মীরের স্বাধীনতাকামী রাজনৈতিক দল হুরিয়াতও।
কাশ্মীর উপত্যকার শ্রীনগরের প্রেস এনক্লেভে প্রতিবাদ সমাবেশ করেছে জাকির নায়েকের বেশ কিছু সমর্থক। এ সময় তাদের নেতার বিরুদ্ধে যেকোনো ধরনের ব্যবস্থার পরিণতি ভালো হবে না হুঁশিয়ারি দেন তারা। সমাবেশের আয়োজকদের একজন মোহাম্মদ আমির বলেন, টিভিতে তার (জাকির নায়েক) বক্তব্য প্রচার বা তার টিভি চ্যানেল নিষিদ্ধের উদ্যোগের পরিণতি বেশ ভয়ানক হবে।
এদিকে নায়েক ও তার টিভি চ্যানেল পিস টিভির বিরুদ্ধে যেকোনো ধরনের পদক্ষেপের পরিণতি বেশ ভয়াবহ ও মারাত্মক হবে বলে হুশিয়ারি দেন গোষ্ঠীটির চেয়ারম্যান সৈয়দ আলী গিলানি।
অন্যদিকে, ভারত সরকার ইতোমধ্যে দেশটিতে পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করেছে। সেইসঙ্গে জাকির নায়েকের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্ত শুরুরও নির্দেশ দিয়েছে দেশটি।
০৯ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম