শনিবার, ০৯ জুলাই, ২০১৬, ০৩:০২:০৫

আইএস কেন ইসলামের অনুসারী নয়, ব্যাখ্যা দিলেন বিশ্বের ১২০জন প্রখ্যাত মুসলিম মনীষী

আইএস কেন ইসলামের অনুসারী নয়, ব্যাখ্যা দিলেন বিশ্বের ১২০জন প্রখ্যাত মুসলিম মনীষী

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেট (আইএস) কেন ইসলামের প্রকৃত পথ অনুসরণ করছে না, বিশ্বের ১২০জন খ্যাতনামা মুসলিম মনীষী তা ব্যাখ্যা করেছেন।

আরবি এবং ইংরেজিতে লেখা এক খোলা চিঠিতে তারা বলছেন, যে মতবাদের ওপর ভিত্তি করে ইসলামিক স্টেট কাজ করছে, ইসলাম কোনো মতেই তা সমর্থন করে না।

আইএসের প্রধান ড. ইব্রাহিম আওয়াদ আল-বদরি, যিনি আবু বকর আল-বাগদাদি নামেই বেশি পরিচিত, এবং আইএসের সব যোদ্ধা ও যারা এই সংগঠনকে সমর্থন করে তাদের প্রতি এই খোলা চিঠিতে মুসলিম পণ্ডিতরা বিস্তারিত ধর্মীয় ব্যাখ্যাসহ মোট ২৪টি যুক্তি তুলে ধরেছেন।

আবু বকর আল-বাগদাদি সম্প্রতি নিজেকে খলিফা বলে ঘোষণা করেছেন। ইসলামের দোহাই দিয়ে ইসলামিক স্টেট যা করছে, সে সম্পর্কে মুসলমান পণ্ডিতদের কিছু যুক্তি :

শরিয়্যাহর বিধান অতি সরলীকরণ করে বর্ণনা করা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে।

নিরপরাধ মানুষকে হত্যা করা ইসলামে নিষিদ্ধ।

দূত ও কূটনীতিক, সেই ব্যাখ্যা অনুযায়ী সাংবাদিক এবং ত্রাণকর্মীদেরও হত্যা করা নিষিদ্ধ।

কাউকে অ-মুসলিম ঘোষণা করা নিষিদ্ধ। অবশ্য কেউ যদি প্রকাশ্যে নিজেকে অ-মুসলিম বলে ঘোষণা করেন, সেটি ভিন্ন কথা।

সব মুসলমানের সমর্থন ছাড়া খিলাফত ঘোষণা করা ইসলামে নিষেধ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক সংবাদসম্মেলনের মাধ্যমে এই খোলা চিঠির কার্যক্রমের সূচনা হয়।

মুসলিম পণ্ডিতরা আশা করছেন, আরো বেশি মানুষ এর প্রতি তাদের সমর্থন জানাবেন, যাতে সামরিক পদক্ষেপের পাশাপাশি আদর্শগতভাবেও ইসলামিক স্টেটকে মোকাবিলা করা যায়। বিবিসি বাংলা
০৯ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে