আন্তর্জাতিক ডেস্ক: রমজান মাসে ঢাকার গুলশানে রেস্তোঁরায় হামলার ৬ দিন পর ফের ঈদের দিন শোলাকিয়া নামাজের আগে সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের দিল্লির জামে মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি এবং কলকাতার টিপু সুলতান মসজিদের শাহি ইমাম হজরত মুফতি মওলানা নুরুর রহমান বরকতি।
বাংলাদেশে একের পর এক সন্ত্রাসী হামলায় অসন্তোষ প্রকাশ করে বৃহস্পতিবার দিল্লি শাহি ইমাম বলেন, ইসলামের নামে যারা এই সন্ত্রাস ছড়াচ্ছে তারা বিপথগামী। তারা দেশের শত্রু।
কারণ ইসলামে নির্বোধ, সন্ত্রাসের কোনও স্থান নেই। সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদই। সন্ত্রাসের কোনও শ্রেণি বিভাগ হয় না। ইসলামের অর্থ সুস্থ জীবন। যারা ইসলামের নামে সন্ত্রাস করছে তাদের মুসলমান বলা যায় না। সন্ত্রাসের কারবারিরা ইসলামের ভ্রান্ত ছবি তুলে ধরছে। এটা অন্যায়।
তিনি বলেন, সবাইকে এগিয়ে এসে এদের বিরুদ্ধে, এদের সন্ত্রাসি কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সন্ত্রাস দিয়ে কোনও দেশ চলতে পারে না।
একইভাবে সন্ত্রাসী হামলার নিন্দা জানান কলকাতার শাহি ইমাম বরকতি। তিনি বির্তকিত জাকির নায়েকের টিভি চ্যানেল নিষিদ্ধের দাবি জানান। তিনি বলেন, নামাজের সময় এই ধরণের হামলা ইসলাম অনুমোদন করে না। ইসলামে কোনো জঙ্গিবাদের স্থান নেই। ইসলামের নামে যারা নিরাপরাধ মানুষ খুন করছে, তারা ইসলামের ক্ষতি করছে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনি কড়া হাতে সন্ত্রাসের মোকাবিলা করুন। কারণ বাংলাদেশ দুর্বল হয়ে পড়লে ভারতের ওপর তার প্রভাব পড়বে। বিশেষ করে বাংলাদেশ পশ্চিমবঙ্গের প্রতিবেশি দেশ, ফলে আমাদের পক্ষে এটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।
৯ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস