আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকাকে হুঁশিয়ার করল ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, পরমাণু সমঝোতায় দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে তেহরান। এই সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে আমেরিকা প্রতিশ্রুতি ভঙ্গ করলে তার পরিণতি মার্কিন সরকারকেই বহন করতে হবে।
আলী আকবর সালেহি আইআরআইবি’কে দেয়া সাক্ষাৎকারে আরো বলেছেন, নানা ক্ষেত্রে ইরানের যথেষ্ট সক্ষমতা রয়েছে; যদি প্রতিপক্ষ পরমাণু সমঝোতা লঙ্ঘন করে তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হবে।
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালেহি বলেন, পরমাণু সমঝোতার প্রতি তার দেশ এখনো প্রতিশ্রুতিবদ্ধ এবং অন্যের আগে এই সমঝোতা লঙ্ঘন করতে চায় না। কাজেই প্রতিপক্ষও সুবুদ্ধির পরিচয় দিয়ে এটি বাস্তবায়ন করবে বলে তেহরান আশা করে।
পরমাণু সমঝোতা সঠিকভাবে বাস্তবায়িত হলে তাতে ইরান, পাশ্চাত্য, মধ্যপ্রাচ্য এবং গোটা আন্তর্জাতিক সম্প্রদায় উপকৃত হবে বলে উল্লেখ করেন তিনি। সালেহি বলেন, এই সমঝোতা ভেঙে গেলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। পাশ্চাত্য নিজেদেরকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্যই এ সমঝোতা বাস্তবায়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আলী আকবর সালেহি বলেন, মার্কিন সরকার পরমাণু সমঝোতা লঙ্ঘন করলে বিশ্ব অঙ্গনে আমেরিকার ভাবমর্যাদা ক্ষুণ্ন হবে; যে ভাবমর্যাদা অর্জন করতে আমেরিকার বহু সময় লেগেছে। যদি বিশ্ববাসীর কাছে প্রমাণিত হয়ে যায় যে, মার্কিন সরকার প্রতিশ্রুতি রক্ষা করে না তাহলে তাকে চড়া মূল্য দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
১০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম