আন্তর্জাতিক ডেস্ক : ডা: জাকির নায়েকের পিস টিভি নিষদ্ধ করেছে ভারতীয় সরকার। একই সাথে বাংলাদেশেও নিষিদ্ধ করা হয়েছে পিস টিভির সম্প্রচার। ডাঃ জাকির নায়েকের কথায় নাকি দুই তরুণ জঙ্গিবাদের দিকে ধ্বাবিত হয়েছে মর্মে নিউজ করে বাংলাদেশের কয়েকটি মিডিয়া।
এই বিষয়ে নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি। ডা: জাকির নায়েক এখানে লিখেছেন, কোরআন কখনো সন্ত্রাসের কথা বলেনি। আমিও কখনই সন্ত্রাসের কথা বলিনি।
যারা এসব বিষয়ে কালিমা লেপনের জন্য নিউজ করছে ও মিথ্যা বলছে তারা অপবাদ দিচ্ছে। ডাঃ জাকির নায়েক এ বিষয়ে খিলেছেন, যারা অপবাদ দিচ্ছে তারা পবিত্র কোরআনের অনুসরণেরই বিরোধীতা করছে।
জাকির নায়েক লিখেছেন, কোরআন সহিংসতা ও মানুষ হত্যার বিপক্ষে বলেছে। আমিও তা বলে আসছি। জাকির নায়েক বলেন, আমি নিশ্চিত- যারা ভূল পথে চালিত হচ্ছেন এবং অপবাদ দিচ্ছেন তারা কোরআনের অনুসরণেরই বিরোধীতা করছেন।
১০ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর