আন্তর্জাতিক ডেস্ক : সাউথ সুদানের রাজধানী জুবায় প্রেসিডেন্ট সালভা কির এবং ভাইস প্রেসিডেন্ট রিক ম্যাচারের সমর্থকদের মধ্য সংঘর্ষে শতাধিক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেশটির পঞ্চম স্বাধীনতা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বৈঠকে বসেন প্রতিদ্বন্দ্বী দু’নেতা। সাক্ষাৎ চলার সময়ই প্রেসিডেন্ট বাসভবনের বাইরে দুপক্ষের দেহরক্ষীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয় পক্ষই হালকা এবং ভারী অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট এ সংঘর্ষকে দুর্ভাগ্যজনক বলে নিন্দা জানিয়েছেন। আগস্টে দুই গ্রুপের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও সুদান থেকে স্বাধীন এই দেশটিতে গৃহযুদ্ধের অবসান হয়নি।
তবে এ সংঘর্ষে নিহতদের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে। অনেকে ১৫০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে।
সাউথ সুদানে গত ২০ মাস ধরে চলা গৃহযুদ্ধের অবসানে ২০১৫ সালে করা শান্তি চুক্তিটি দেশটিতে চলমান অস্থিরতা দমনে ব্যর্থ হয়। বিশ্বের নবীণতম দেশ হিসেবে দেশটিতে স্বাধীনতার পঞ্চম বার্ষিকী পালিত হচ্ছে।
১০ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম