আন্তর্জাতিক ডেস্ক : সরকারি চাকরি করতেন তিনি। কিন্তু ঠিক মনের মত হচ্ছিল না। কৃষক পরিবারের ছেলে হয়ে ১০ টা ৫ টা ডিউটি করাটা মেনে নিতে পারছিলেন না তিনি। তাই ছেড়েই দিলেন চাকরি। অন্যরকম কিছু একটা করবেন এমন ইচ্ছে ছিল বরাবরের। দিল্লি এগ্রি এক্সপোতে গিয়েই তার জীবনটা ঘুরে যায়। শুরু করেন অ্যালোভেরার চাষ। আজ তিনি কোটিপতি।
তার নাম হরিশ ধনদেব। বছরে প্রায় দেড় থেকে ২ কোটি টাকা লাভ করেন ব্যবসায়। খুলেছেন নিজের নামে একটি কোম্পানিও। জয়সলমীর থেকে ৪৫ কিলোমিটার দূরে ধাইসারে তার কোম্পানি ‘Naturelo Agro’ থর মরুভূমির বুকে জন্মায় অ্যালোভেরা। আর মরুভূমিতে ফলানো এই অ্যালোভেরার চাহিদা প্রচুর।
ধনদেব জানিয়েছেন, জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়েছিলেন তিনি। কিন্তু সেটা ভাল লাগত না তার। ভারতের নামকরা কোম্পানি পতঞ্জলিকে সব অ্যালো ভেরা সাপ্লাই দেয় তার কোম্পানি। ১২০ একর জমিতে বিভিন্ন ধরনের অ্যালোভেরা চাষ করেন তিনি। শুধু দেশেই নয়, ব্রাজিল, আমেরিকা ও হংকং-এও চাহিদা রয়েছে। প্রায় ৮০,০০০ গাছ লাগিয়েছিলেন তিনি। যা এখন পৌঁছেছে ৭ লক্ষে। গত চার মাসে পতঞ্জলিকে তিনি দিয়েছেন ১২৫-১৫০ টন অ্যালোভেরা।
১২ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই