বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬, ০৬:২৫:১৪

‘মানুষের মাথার দাম দেড়শো টাকা’

‘মানুষের মাথার দাম দেড়শো টাকা’

আন্তর্জাতিক ডেস্ক : ‘মাথার দাম দেড়শো টাকা’। হেলমেট ছাড়া বাইক চালানোয় বুধবার পশ্চিমবঙ্গের খড়্গপুরে এক যুবককে আটকায় পুলিশ। বাইকের অন্য কাগজপত্র ঠিকঠাক থাকায় দেড়শো টাকার চালান হাতে ধরিয়েই তাকে ছেড়ে দেওয়া হয়।

হেলমেট পরেননি কেন? ওই যুবকের উত্তর, ‘বাইকের বিমা, দূষণের ছাড়পত্রের কাগজ ঠিকঠাক থাকলেই হল। না হলে কয়েক হাজার টাকা জরিমানা দিতে হবে। আর হেলমেট না পরলে জরিমানা মাত্র দেড়শো টাকা। তাই আর হেলমেট পরিনা। পুলিশ ধরলে টাকা দিয়ে দিই।’

কম বেশি একই ছবি দেখা গেল মেদিনীপুর শহরেও। হেলমেট না পরায় বুধবার দুপুরে মেদিনীপুরে কেরানিতলা মোড়ে এক বাইক আরোহীকে ধরে পুলিশ। সঙ্গে সঙ্গেই কাচুমাঁচু মুখে তিনি বলেন, ‘এই ভুল আর হবে না স্যার’! কিন্তু পুলিশ ছেড়ে দিতেই ফের অতিরিক্ত গতিতে বাইক চালিয়ে এলাকা থেকে উধাও হয়ে গেলেন তিনি।

‘হেলমেট না পরলে পুলিশ বাইকের রেজিস্ট্রেশনের কাগজ নিয়ে একটা দেড়শো টাকার চালান হাতে ধরিয়ে দেয়। সেই চালান নিয়ে ব্যাঙ্কে টাকা জমা দিয়ে নিকটবর্তী থানায় গেলেই বাইকের কাগজ ফেরত পাওয়া যায়। নিয়মটা এতই সহজ আর জরিমানার টাকার অঙ্কও এত কম, যে অধিকাংশ লোকই তা পরোয়া করেন না। এ নিয়ে পুলিশের আরও কড়়া হওয়া উচিত।’ বলছেন এক পথচারী।

হেলমেট না পরেই বাইক নিয়ে বেরিয়েছিলেন খড়্গপুরের সাঁজোয়ালের বাসিন্দা পেশায় রেলকর্মী রঞ্জন দে। প্রশ্ন করতেই তিনি বলেন, ‘পুরাতনবাজারে এসেছিলাম। তাই এ টুকু রাস্তার জন্য আর হেলমেট পরে বেরনো হয়নি।’ পুলিশ কিছু বলেনি? তার অভিযোগ, ‘অনেক সময় তো পুলিশকে গোপনে টাকা দিয়ে খুশি করেও বাইক চালকেরা ছাড়া পেয়ে যান। কিন্তু মঙ্গলবার রাতে পুলিশ অনেক বাইক আরোহীকে ধরেছে বলে শুনেছি।’  

পথ নিরাপত্তার বেহাল দশা নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজী। পথ নিরাপত্তার হাল ফেরাতে প্রচার অভিযানে নামার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শহরে অবশ্য এখনও সেই প্রচার অভিযান শুরু হয়নি।

জেলা প্রশাসনের এক কর্তা বলেন, “রাজ্য থেকে নির্দেশ এলেই পদক্ষেপ করা হবে।” জেলা পুলিশের এক কর্তা মানছেন, “পথ দুর্ঘটনা আমরা কিছুতেই আটকাতে পারছি না। এ বার সচেতনতা কর্মসূচি হবে।” পাশাপাশি তার আশ্বাস, “ট্রাফিক ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে।”

পথ দুর্ঘটনা রোধ আন্দোলনের এক সংগঠন বলেন, “এই হলো হাল। বাইকের বিমা, দূষণের ছাড়পত্রের না থাকলে হাজার টাকা আর হেলমেট না থাকলে দেড়শো টাকা। অথচ হেলমেট কিন্তু মাথা বাঁচানোর জন্য ব্যবহার করতে বলা হয়েছে। পুলিশের কাঝে মানুষে মাথার দাম দেড়শো টাকা, আর বিমা, দূষণের ছাড়পত্রের দাম হাজার টাকা।”

১৪ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে