আন্তর্জাতিক ডেস্ক : গুলশান ঘটনার জেরে আইএসের শীর্ষ নেতা শিশানি যুদ্ধক্ষেত্রে মারা গেছেন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের শীর্ষস্থানীয় নেতা ওমর শিশানির নিহত হওয়ার বিষয়টি জানিয়েছে।
আইএসের বার্তা সংস্থা আমাক নিউজ এই তথ্যে জানায়। পরে বিসিবিও জানায় এই তথ্য। ঢাকার গুলশানে হামলার ঘটনায় এই জঙ্গিদের নিয়ে উৎকন্ঠিত হয়ে পড়ে বিশ্ব। আইএসের আমাক নিউজ জানায় ইরাকের একটি যুদ্ধক্ষেত্রে মারা গেছেন তিনি।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আহত হয়ে শিশানি মারা গেছেন। পেন্টাগন জানায়, গত ৪ মার্চ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে চালানো বিমান হামলায় শিশানি নিহত হন।
আইএসের কথিত নেতা আবু বকর আল-বাগদাদির সামরিক পরামর্শক ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় জঙ্গির একজন ছিলেন তিনি। আমেরিকা তাকে যুদ্ধ বিষয়ক মন্ত্রী বলে জানত।
১৪ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর