বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬, ১১:১১:২২

আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিল চীন, পদক্ষেপ নেয়ার হুমকি

আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিল চীন, পদক্ষেপ নেয়ার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন পরিকল্পনার কঠোর বিরোধিতা করে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। দেশটির নিজ স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। তিনি বলেন, টার্মিনাল হাই অলটিচিউড এরিয়া ডিফেন্স বা ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দক্ষিণ কোরিয়ায় মোতায়েন হলে তাতে আঞ্চলিক স্থিতিশীলতা বিপদগ্রস্ত হবে।

এ ছাড়া, এতে চীনসহ আঞ্চলিক দেশগুলোর কৌশলগত স্বার্থ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তিনি। পাশাপাশি ওয়াশিংটন এবং সিউলকে এ প্রকল্প থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়।

এ ছাড়া, চীন নিজ স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে উল্লেখ করেন তিনি। অবশ্য এ সব পদক্ষেপ কি হবে সে প্রসঙ্গে বিস্তারিত কিছু বলেন নি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
১৪ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে