আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার শান্তির খোঁজে রয়েছেন। প্রধানমন্ত্রী পদ থেকে অবসর নেয়ার পর নিয়মিত বাসভবন ও ধর্মচর্চা কেন্দ্রকেই বেছে নিলেন তিনি। প্রধানমন্ত্রী থাকার সময় টনি ব্লেয়ার বলতেন আমরা প্রভূর নয়।
আর এখন প্রতিদিন ধর্ম নিয়ে অনুষন্ধান চালাচ্ছেন। এই হিসেবে প্রতিদিন কোরআনের বিভিন্ন আয়াত পড়ছেন আর চিন্তা করছেন তিনি। বিখ্যাত অবজার ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা নিজেই জানিয়েছেন টনি ব্লেয়ার।
তিনি এখানে বলেছেন, বর্তমান বিশ্বের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য কোরআন পড়ছেন তিনি। এর আগে খ্রিস্টান ক্যাথলিক ধর্ম চর্চা করেন তিনি।
১৪ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর