আন্তর্জাতিক ডেস্ক : গতকাল প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ডেভিড ক্যামেরন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ত্যাগের সময়ই তার একটা ছবি নিয়ে ইন্টারনেটে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
বাড়ি বদলের ছবিটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। এতে দেখা যাচ্ছে, একটা কাগজের কার্টন হাতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কিছু একটা নিয়ে যাচ্ছেন, যার গায়ে লেখা ‘সযত্নে সামলান’।
সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যবহারকারীই মনে করছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ত্যাগের সময়ই এই ছবিটা তোলা।
তাকে প্রশংসায় ভাসিয়ে অনেকে এটি শেয়ারও করছেন। কিন্তু প্রকৃত ঘটনা হলো, ছবিটি আজ থেকে ৯ বছর আগে তোলা।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা না-থাকার প্রশ্নে গত ২৩ জুন যুক্তরাজ্যের নাগরিকরা গণভোটে অংশ নেন। এতে ব্রেক্সিট (ইইউ থেকে বেরিয়ে যাওয়ার) পক্ষের জয় নিশ্চিত হওয়ার পরই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
সে অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে গতকাল বুধবারই ছিল তার শেষ কর্মদিবস। এ পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি তাকে ছাড়তে হয়েছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনও।
এখানেই তালগোল পাকিয়ে ফেলেছেন অনেকে।
২০০৭ সালে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য মতে, ছবিটি ২০০৭ সালের তোলা।
সে সময় যুক্তরাজ্যের পার্লামেন্টে ডেভিড ক্যামেরন বিরোধীদলীয় নেতা। লন্ডনের নর্থ কেনসিংটনে বাড়ি বদলের সময় এভাবেই ক্যামেরাবন্দী হয়েছিলেন ডেভিড ক্যামেরন।
এরও তিন বছর পর ২০১০ সালে ক্যামেরন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সেই ছবিতে বর্তমানে ৪৯ বছর বয়সী এই রাজনীতিককে বেশ তরুণই মনে হয়।
একটু ভালো করে খেয়াল করলেই বোঝা যায়, ক্যামরন কোনো বাড়ি থেকে বের হচ্ছেন না, তিনি একটি বাড়িতে ঢুকছেন।
এ সত্যটাও কিন্তু চাপা নেই ইন্টারনেটে। এরপরও ছবিটি নিয়ে বিভ্রান্তি আর শেয়ার থেমে নেই।
টুইটারে এক ব্যবহারকারী লিখেছেন, সাম্প্রতিক এমন দৃশ্য আমার চোখেই পড়েনি।
অপর এক ব্যবহারকারী লেখেন, দিনের সেরা ছবি। ডেভিড ক্যামেরন নিজেই তার বাড়ি বদল করছেন। তবে বিভ্রান্তি কাটাতে ডেইলি মেইলে ২০০৭ সালে প্রকাশিত প্রতিবেদনটি শেয়ার করে তৃতীয় ব্যক্তি লিখেছেন, ‘আমাদের জীবন্ত কিংবদন্তি ক্যামেরনের এই ছবিটা ২০০৭ সালের।’
১৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম