আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের দিনে সবাই যখন আনন্দে মেতে উঠেছিল ঠিক তখনই সেই আনন্দ ম্লান হয়ে গেল। বর ও কনে পক্ষের লোকজন যখন বিয়ের উৎসব নিয়ে ব্যস্ত তখনই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা।
এমন ঘটনা ঘটবে কেউ ভাবতেও পারেনি। পাঞ্জার সুল্লিয়া তালুকে বুধবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। সচীন নামের ৩২ বছর বয়সী ওই বর বিয়ের মাত্র তিন ঘণ্টা আগে বাথরুমে পা পিছলে পড়ে মারা যান।
সুব্রমানইয়ার স্থানীয় পুলিশ জানিয়েছে, পাঞ্জার বাসিন্দা সচীন পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেভ করার জন্য বাথরুমে ঢুকেছিলেন। পরে বাথরুমে পা পিছলে মৃত্যু হয় তার। সেসময় বাড়ির লোকজন বিয়ের আয়োজনে ব্যস্ত ছিল।
সচীন শেভ করা শেষ করে বাথরুম থেকে বের হওয়ার সময়ই পা পিছলে পড়ে যান। সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।
পরে তার পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে ৫০ কিলোমিটার দূরে পুত্তুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার রাতে সচীনের মেহেদি উৎসব পালন করে তার পরিবার। কেউ ভাবতেও পারেনি বিয়ের দিন এভাবে তার মৃত্যু হবে।
গায়ত্রী নামের এক মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সচীনের। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে ঠিক হয়েছিল। সচীনের মৃত্যুতে দুই পরিবারে নেমে আসে শোকের ছায়া।
১৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম