বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬, ১০:৫৯:২৬

গরুর মাংস রাখায় হত্যা, পরিবারের বিরুদ্ধেই মামলা

গরুর মাংস রাখায় হত্যা, পরিবারের বিরুদ্ধেই মামলা

আন্তর্জাতিক ডেস্ক : বাড়িতে গরুর মাংস লুকিয়ে রাখার গুজব ছড়িয়ে গত বছর ভারতের উত্তরপ্রদেশে যে ব্যক্তিকে গ্রামবাসীরা পিটিয়ে মেরে ফেলেছিল, সেই মোহাম্মদ আখলাকের পরিবারের বিরুদ্ধেই এবার মামলা করার নির্দেশ দিয়েছে আদালত।

মোহাম্মদ আখলাকের পরিবার একটি বাছুরকে গলা কেটে হত্যা করেছিল– তাদের এক প্রতিবেশীর করা এ অভিযোগের ভিত্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে দিল্লির কাছে বিসহাডা গ্রামে শতাধিক লোক ওই গ্রামেরই বাসিন্দা মোহাম্মদ আখলাককে পিটিয়ে মেরে ফেলে, আধমরা করে ফেলা হয় তার ছেলে দানিশকে।

এখন নিহত ওই ব্যক্তির স্ত্রী ও মায়ের বিরুদ্ধেই পুলিশকে ফৌজদারি মামলা দায়ের করতে বলা হয়েছে।  কারণ মারা যাওয়ার দুদিন আগে মোহাম্মদ আখলাক ও তার ভাই মিলে নাকি একটি বাছুরকে মেরেছিলেন।

এক হিন্দু প্রতিবেশী দাবি করছেন, তিনি সেটা দেখেছেন এবং আদালতে তার করা পিটিশনে মি আখলাকের হত্যায় অভিযুক্তরাও সমর্থন জানাচ্ছেন।

উত্তরপ্রদেশে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ নয়, কিন্তু গরু জবাই করার জন্য সর্বোচ্চ সাত বছরের জেল পর্যন্ত হতে পারে।  সূত্র : বিবিসি
১৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে