শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬, ০৫:১৮:২০

ফ্রান্সে বাস্তিল দিবসে ভয়াবহ হামলা, নিহত ৭৩

ফ্রান্সে বাস্তিল দিবসে ভয়াবহ হামলা, নিহত ৭৩

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে বাৎসরিক বাস্তিল দিবসের অনুষ্ঠান চলছিল। সেই সময়েই জনগণের ভিড়ের মধ্যে একটি ট্রাক ‘ইচ্ছাকৃত’ জোরে এসে ধাক্কা দেয়। সেই ভয়াবহ ধাক্কায় প্রাণ হারালেন ৭৩ জন নিরীহ মানুষ। একইসঙ্গে ওই ঘটনায় জখমের সংখ্যা ১০০ ছাড়িয়েছে৷

সূত্রের খবর, বৃহস্পতিবার ঐতিহাসিক বাস্তিল দিবস উপলক্ষে প্রচুর সংখ্যক মানুষ জড়ো হয়েছিল ফ্রান্সের নাইস শহরে৷ সেই সময়ই ঘটে বিপত্তি৷ তবে ওখানে উপস্থিত অনেকে গুলির আওয়াজ শুনতে পেয়েছে৷ ফলে জঙ্গি হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

কিন্তু ফ্রান্সের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এইরকম কোনও হামলার খবর প্রশাসনের কাছে নেই৷ তবে ঘটনাটি আবারও বিশ্বে এক ভয়াবব হামলার কথা মনে করিয়ে দিল৷ প্রত্যক্ষদর্শীর মতে ঘটনার পরে প্রচুর সংখ্যক মানুষের রক্তাক্ত দেহ এদিক ওদিক পরে থাকতে দেখা যায়৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে অ্যাম্বুলেন্স৷ জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে৷

এই ঘটনাটির পরেই ফ্রান্সের ঐতিহাসিক আইফেল টাওয়ারকে ঘিরে কালো ধোঁয়ার আস্তরণ দেখা যায়৷ সাধারণতই জনসাধারণের মনো ভিতির সঞ্চার হয়েছে৷ তবে ফ্রান্সের স্পেশাল ফোর্স তৎক্ষণাত ঘটনাস্থালে  পৌঁছে উদ্ধার কার্য শুরু করে৷ পুরো ঘটনাটি তথ্য হেড কোয়াটার হল্যাণ্ড থেকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত৷

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই ট্রাকের চালক নিহত হয়েছেন। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এটি দুর্ঘটনা ছিল না। ইচ্ছাকৃতভাবেই ট্রাকটি ভিড়ের মধ্যে তুলে দেওয়া হয়। স্থানীয় জনগণকে ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদের সম্পর্ক রয়েছে কিনা, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  

১৫ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে