আন্তর্জাতিক ডেস্ক : ভোরের সূর্য ওঠার আগেই ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। সম্প্রতি বাংলাদেশ সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল ভূমিকম্পের আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। জানা যায়, আজ ভোর বেলায় বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভূত হয় কলকাতায়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত করা যায়নি ঠিক কত মাত্রায় কম্পন ছিল।
উল্লেখ্য, বেশ বড় ধরণের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। যেকোনো মুহূর্তে কেঁপে উঠতে পারে দেশের ভূপৃষ্ঠ। আর এর নেপথ্যে রয়েছে তিনটি টেকটোনিক প্লেট।
ইন্ডিয়ান ও বার্মিজ মাইক্রোপ্লেটের মাঝখানে অবস্থান দেশটির। এ ছাড়া ইন্ডিয়ান প্লেটের পাশেই রয়েছে ইউরেশিয়ান টেকটোনিক প্লেট। ভূতত্ত্ববিদদের অভিমত, ইন্ডিয়ান প্লেটটি উত্তর-পূর্ব দিকে বছরে ৬ সেন্টিমিটার সরে যাচ্ছে এবং একই সাথে এ প্লেটটি ইউরেশিয়ান প্লেটের নিচে বছরে ৪৫ মিলিমিটার করে ঢুকে যাচ্ছে।
অন্য দিকে বার্মিজ প্লেটটি বছরে ৩৫ মিলিমিটার করে উত্তর ও পূর্ব দিকে সরে যাচ্ছে। এ তিনটি প্লেটের অনবরত নড়াচড়ায় ফল্টগুলোকে অধিক সক্রিয় করছে। আঞ্চলিকভাবে সক্রিয় এ ফল্টগুলো বাংলাদেশ ও এর সীমানার বাইরে মাঝারি থেকে বড় ভূমিকম্পের সৃষ্টি করতে পারে বলে ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন।
১৫ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস