আন্তর্জাতিক ডেস্ক : একটা দেশ চালাচ্ছেন যিনি প্রায় দেড় বছর ধরে, সেই তিনিই কিনা অন্য দেশে গিয়ে একটি বেসরকারি বহুজাতিক সংস্থার নতুন একটি ‘মডেল’-এর গাড়িতে ‘যাত্রী’ হয়ে গেলেন! ঘটনা মার্কিন মুলুকের সান হোসে শহরে।
সেই গাড়িতে ভারতের প্রধানমন্ত্রীর সহযাত্রী হলেন ওই বহুজাতিক মোটর-সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার এলন মাস্ক। তবে যে- সে গাড়ি নয়, পুরোপুরি বিদ্যুতে চলা গাড়ি। ‘ইলেকট্রিক কার’। পেট্রল-ডিজেলের খরচ আর তার যথেচ্ছ ব্যবহারের জেরে দূষণ কমাতে আনকোরা নতুন ‘মডেল’-এর গাড়িটি বানিয়েছে মার্কিন বহুজাতিক মোটর-সংস্থা ‘টেস্লা মোটরস্’।
শনিবার সান হোসে শহরে অনাবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেই যান ওই শহরে ‘টেস্লা মোটরস্’-এর নতুন কারখানায়। দেশেও এর আগে দূষণ কমানোর জন্য ‘ইলেকট্রিক কার’ চালুর পক্ষে জোর দেন ভারতের প্রধানমন্ত্রী।
মোদিকে হাতের কাছে পেয়ে তাদের অত্যাধুনিক ‘ইলেকট্রিক কার’-এ বসিয়ে দিলেন ‘টেস্লা মোটরস্’-এর সিইও এলন মাস্ক। লাল গাড়িটির পাশে দাঁড়িয়ে দু’জনকে কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। তারপর দু’জনই গাড়িতে উঠে পড়েন। সেই গাড়ি চড়ে কিছুটা পথও পাড়ি দেন।
নরেন্দ্র মোদির ‘ব্র্যান্ড’-এ কি নতুন গাড়ির ‘মাইলেজ’ বাড়ার আশায় রয়েছেন ‘টেস্লা মোটরস্’-এর সিইও? সূত্র : আনন্দবাজার
২৭ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম