শনিবার, ১৬ জুলাই, ২০১৬, ০৬:৩৬:১৩

তুরস্কে সামরিক অভ্যুত্থানের পর ২,৭৪৫ বিচারক বরখাস্ত

 তুরস্কে সামরিক অভ্যুত্থানের পর ২,৭৪৫ বিচারক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর ২,৭৪৫ বিচারককে বরখাস্ত করা হয়েছে।  হাই কাউন্সিল অব জাজেজ অ্যান্ড প্রসিকিউটর্স এ সিদ্ধান্ত নিয়েছে।

তবে কেন তাদের বরখাস্ত করা হয়েছে তার কোনো ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে মোট ২৬৪ জন নিহত হয়েছে।  এর মধ্যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব
এরদোগানের নেতৃত্বাধীন সরকারি বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছে ১৬১ জন।

অভ্যুত্থানকারীদের মধ্যে ১৬১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ১,১৪০ জন।

এদিকে সেনা অভ্যুত্থানের ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা।

হোয়াইট হাউজ থেকে পাঠানো এক বিবৃততে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে ওবামা বলেছেন, সবার উচিত তুরস্কের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে সমর্থন করা।  রক্তপাত এবং সংঘর্ষ থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, শুক্রবার রাতে তুরস্কে সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের ঘোষণা দেয় সেনাবাহিনীর একাংশ। সেনাবাহিনীর ওই অংশটি তুরস্কের ডানপন্থী সরকার উচ্ছেদের দাবিও করে।

তবে সেনাবাহিনীর এ দাবি নাকচ করে দিয়েছে দেশটির সরকার।
 
শুক্রবার রাত থেকে গণতন্ত্রপন্থীদের সঙ্গে অভ্যুত্থানকারীদের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় পাঁচ জেনারেল ও ২৯ জন কর্নেলসহ ২ হাজার ৮৩৯ জন বিপথগামী সেনাসদস্যকে গ্রেফতার করা হয়েছে।  আটকের সংখ্যা আরো বাড়তে পারে।
১৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে