সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৯:৫২

‘বিশ বছরের মধ্যে পতন হবে সউদ বংশের’

‘বিশ বছরের মধ্যে পতন হবে সউদ বংশের’

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষস্থানীয় সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি হজযাত্রীদের প্রতি সৌদি কর্মকর্তাদের অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কঠোর সমালোচনা করে বলেছেন, আগামী বিশ বছরেরও কম সময়ের মধ্যে সৌদি সরকারের পতন ঘটবে ও সেখানে সউদ বংশের বাইরের কেউ নতুন সরকার গঠন করবে।
 
তিনি  রোববার তেহরানে এক সমাবেশে বলেছেন, সৌদি রাজার অমানবিক, দায়িত্ব জ্ঞানহীন ও অনৈসলামী আচরণ মিনার ঘটনার চেয়েও বেশি তিক্ত।
 
সাফাভি বলেন,  সৌদি সরকারের ব্যর্থতার কারণে পবিত্র মক্কা, মদিনা ও হজ অনুষ্ঠান আরো ভালোভাবে পরিচালনার পথ খুঁজে বের করা উচিত মুসলমানদের।
 
তিনি বলেন,  আমরা আশা করছি, আল্লাহ চাইলে এখন থেকে আগামী বিশ বছরেরও কম সময়ের মধ্যে একটি ইসলামী সরকার পবিত্র মক্কা ও মদিনা পরিচালনা করবে এবং সেখানে সউদ বংশ বলে কিছু থাকবে না।
 
সর্বশেষ খবর অনুযায়ী মিনার ঘটনায় অন্তত ৭৬৯ হজযাত্রী নিহত ও প্রায় ৯০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৩৪ জন ইরানি হজযাত্রী।
সূত্র: রেডিও তেহরান
২৮ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে