বুধবার, ২০ জুলাই, ২০১৬, ০৮:০২:০৫

উত্তর আফ্রিকায় ছড়িয়ে পড়ছে আইএস : বান কি মুন

উত্তর আফ্রিকায় ছড়িয়ে পড়ছে আইএস : বান কি মুন

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মহাসচিব বান কি মুন নিরাপত্তা পরিষদে এক গোপন প্রতিবেদনে লিবিয়ার বিভিন্ন স্থানে আইএসসহ বিদেশী সন্ত্রাসীদের প্রভাব বিস্তারের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, লিবিয়াসহ আশেপাশের দেশগুলোতে আইএসের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে এর সদস্যদেরকে ছত্রভঙ্গ করে দেয়া সম্ভব।

জাতিসংঘ মহাসচিব আরো বলেছেন, মধ্যপ্রাচ্যে তৎপর দায়েশ সন্ত্রাসীরা বিপর্যয়ের মুখে পড়েছে। এ অবস্থায় তারা তিউনিশিয়াসহ উত্তর আফ্রিকার দেশগুলোতে পালিয়ে যাচ্ছে। তিনি জানান লিবিয়া, তিউনিশিয়া, আলজেরিয়া, মিশর, মালি, মরক্কো ও মৌরিতানিয়ার দুই থেকে পাঁচ হাজার নাগরিক দায়েশ সন্ত্রাসীদের পক্ষে লিবিয়ায় যুদ্ধ করছে এবং দেশটির ত্রিপলি, সিরতে ও দারানের বিস্তীর্ণ এলাকা দায়েশের দখলে রয়েছে।

লিবিয়ার জাতীয় ঐকমত্য সরকারের সেনাবাহিনী দায়েশের কবল থেকে সিরতে শহর পুনরুদ্ধারের জন্য দুই মাস আগে অভিযান শুরু করে। গত শুক্রবার দায়েশ সন্ত্রাসীদের সঙ্গে প্রচণ্ড লড়াইয়ের পর সেনাবাহিনী সিরতে এলাকার আশেপাশের বেশি কিছু এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। অভিযান শুরুর পর এ পর্যন্ত লিবিয়ার জাতীয় ঐকমত্য সরকারের অনুগত ২৬০ সেনা নিহত এবং ১৪০০জন আহত হয়েছে।

বান কি মুনের প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ায় দায়েশের অনুসারী তিউনিশিয়ার অনেক নাগরিক দেশে ফিরে একই ধরণের হামলার পরিকল্পনা করেছে। তবে তিনউনিশিয়ার নিরাপত্তা বাহিনী গত কয়েক মাসে দায়েশের অনুগত বহু সন্ত্রাসীকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে।-প্যারিস টুডে
২০ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে