বুধবার, ২০ জুলাই, ২০১৬, ০৮:১৯:৩৭

বাবরি মসজিদ রক্ষায় মামলার বাদীর মৃত্যু

বাবরি মসজিদ রক্ষায় মামলার বাদীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বাবরি মসজিদের মালিকানা নিয়ে মামলার বাদী হাসিম আনসারি মারা গেছেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বুধবার ভোরে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

হাসিম আনসারির মৃত্যুর খবরটি নিশ্চিত করে ছেলে ইকবাল আনসারি বলেছেন, আজ ভোর ৫টার দিকে অযোধ্যার বাড়িতেই মারা গেছেন তিনি।

সুন্নি ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে বাবরির বিতর্কিত এলাকায় মালিকানা নিয়ে ১৯৬১ সালে যে ছয়জন মামলা করেছিলেন তার মধ্যে তিনিই ছিলেন একমাত্র জীবিত।

বাবরি মসজিদের ভেতরে ১৯৪৯ সালের ২২ ডিসেম্বর রাম লালার মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল।  সেই ঘটনার একমাত্র সাক্ষী ছিলেন তিনিই।

হিন্দু মহাসভার বেআইনি দখল থেকে মসজিদকে রক্ষা করতে ১৯৫০ সালে ফৈজাবাদ আদালতে মামলা করেন তিনি।  

পরে ১৯৬১ সালে ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে মামলা করা হলে তাকে পক্ষ হিসেবে নেয়া হয়। অনেক চাপ সহ্য করেও শেষদিন পর্যন্ত তিনি স্বত্ব নিয়ে মামলায় লড়ে যান।

২০১৪ সালে সেই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন।  পরে মামলার অ্যাটর্নি হিসেবে ছেলে ইকবালের নাম ঘোষণা করেন।
২০জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে