আন্তর্জাতিক ডেস্ক : আবারো সামরিক অভ্যুত্থান হতে পারে তুরস্কে৷ এরকমই আশঙ্কায় দেশজুড়ে লাল সতর্কতা জারি করেছে এরদোগান সরকার৷ অভ্যুত্থানের পক্ষে থাকা নেতাদের দ্বারা প্রভাবিত হয়েছে৷ সেনাবাহিনীর অন্তত ৬ লক্ষ সদস্য৷ তদের মদত দিয়েছে তুর্কি গোয়েন্দা বিভাগের একাংশ৷ এমনটাই জানাচ্ছে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট৷
কালো শুক্রবারের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর থেকেই উত্তপ্ত পশ্চিম এশিয়ার দেশে তুরস্ক৷ দেশজুড়ে চলছে ব্যাপক ধরপাকড়৷ গ্রেফতার ৫০ হাজারের বেশি৷ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান রয়েছেন ইস্তানবুলে৷ আরো একটি অভ্যুত্থানের আশঙ্কায় রাজধানী আঙ্কারাতে তার নিরাপত্তা আরো বাড়িয়ে দেয়া হয়েছে৷
ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, সম্ভবত দ্বিতীয়বার সামরিক অভ্যুত্থানের আশঙ্কায় রাজধানীতে থাকা নিরাপদ নয় বলে মনে করছেন প্রেসিডেন্ট এরদোগান৷ ব্যর্থ অভ্যুত্থানের পরই দেশের সেনা কর্মকর্তাদের বড় অংশকে বন্দি করেছে সরকার৷
আশ্চর্যজনক তথ্য হলো, ব্যর্থ অভ্যুত্থানের পর তুরস্কের নৌবাহিনীর ১৪টি জাহাজের কোনো খোঁজ নেই। অভ্যুত্থানের সময় নৌবাহিনীর সদর কার্যালয়ের সঙ্গে জাহাজগুলির ক্যাপ্টেন ও কমান্ডাররা কোনোরকম যোগাযোগ করেননি। তুরস্কের নির্বাচিত সরকারের আশঙ্কা নিখোঁজ জাহাজগুলি সম্ভবত অভ্যুত্থানের পক্ষে ছিল৷ তাদের সাহায্যেই নতুন করে রিসেপ এরদোগানকে উৎখাতের পরিকল্পনা করা হচ্ছে৷
২০ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই