বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬, ০৪:৫০:৪৭

ডা. জাকির নায়েকের সমর্থনে মিছিল

ডা. জাকির নায়েকের সমর্থনে মিছিল

আন্তর্জাতিক ডেস্ক : পিস টিভির কর্ণধার ডা. জাকির নায়েকের সমর্থনে মিছিল বের করে পটনায়।  সেই মিছিল থেকে উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ স্লোগান’।

গত শুক্রবার মিছিলটি করে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নামে একটি সংগঠন।  পাটনা সায়েন্স কলেজ থেকে শুরু হয় মিছিল।

মিছিল থেকে জাকির নায়েক ও AIMIM সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির সমর্থনে স্লোগান তোলা হয়। ভারতীয় সরকারের সমালোচনা মূলকও স্লোগানও দেয়া হয়

ওই মিছিল থেকেই পাকিস্তান জিন্দাবাদ স্লোগানও তোলা হয়।  বিষয়টি সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে।  তদন্ত শুরু করে পুলিশ। খতিয়ে দেখা হয় ভিডিও ফুটেজ।

পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়ার দায়ে তৌফিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  মিছিলের ভিডিও ফুটেজটি ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়।

এদিকে এর আগে ১০টি টিভি চ্যানেলের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছিলেন ডা. জাকির নায়েক।  সংবাদ প্রচারের মাধ্যমে মানহানির অভিযোগে তিনি টিভি চ্যানেলগুলোর বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছিলেন।

তবে অভিযুক্ত টিভি চ্যানেলগুলোর নাম বলেননি তিনি।  এ খবর দিয়েছিল দ্য সিয়াসাত।

সৌদি আরবের মদিনা থেকে স্কাইপে এক ভিডিও কনফারেন্সে ইসলামী চিন্তাবিদ ডা. জাকির নায়েক বলেছিলেন, ঢাকাসহ বেশ কয়েকটি জঙ্গি হামলায় আমাকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে।  এ কারণে ১০টি টিভি চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।  

দীর্ঘ ভিডিও বার্তায় জাকির নায়েক বলেন, যদিও আমার কোনো বক্তব্যে জঙ্গি কর্মকাণ্ডকে উৎসাহিত করার মতো বিষয় ছিল না, এরপরও মিডিয়াগুলো কুৎসা রটিয়ে অামার মানহানি করেছে।

এখন পর্যন্ত কোনো তদন্তকারী সংস্থা তার বিরুদ্ধে এমন অভিযোগ আনতে পারেনি বলেও দাবি করেন ডা. জাকির নায়েক।  

জাকির নায়েক বলেন, আমি বারবার বলছি- নিরপরাধ মানুষকে হত্যা করা মানে গোটা মানবজাতিকে হত্যা করা।  জঙ্গি কার্যক্রমকে আমি ঘৃণা করি।  

তিনি ফ্রান্সে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, যদিও এ হামলার বিষয়ে আমি এখনো অনেক কিছুই জানি না।  

জঙ্গি কার্যক্রমে জড়িত অনেকেই তার সাথে দেখা করতেন এমন প্রশ্নের জবাবে ডা. জাকির নায়েক বলেন, প্রতিদিন আমি কয়েক হাজার মানুষের সঙ্গে দেখা করি।  আমি কি করে বলব- কে জঙ্গি আর কে জঙ্গি নয়?

এর আগে তিনবার দিল্লিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যর্থ হন তিনি।  

বাংলাদেশের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর হামলাকারীরা জাকির নায়েকের ভক্ত ছিল বলে বিষয়টি সামনে আসার পর ভারতের নজরে পড়ে জাকির নায়েক।  

এরপর থেকে তার বিরুদ্ধে জঙ্গি কর্মকাণ্ডে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ আনে ভারতীয় গণমাধ্যম।
২১ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে