আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যুতে এবার পাকিস্তানে ভারত বিরোধী মিছিল করল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া৷ ‘অধিকৃত’ কাশ্মীরের বর্তমান পরিস্থিতির জন্য ভারত-আমেরিকাকে দোষ দিয়ে ব্যানার ছেপেছে তারা৷ ওই ব্যানারে লেখা হয়, ‘ভারত ও আমেরিকা মিলে কাশ্মীর দখল করে রেখেছে এবং সেখানকার মানুষের উপর অত্যাচার চালাচ্ছে৷ নির্বিচারে গণহত্যা চলছে৷ কাশ্মীরের মানুষ আজাদি চায়৷’
হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অশান্ত উপত্যকা৷ এখনো পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন কয়েক হাজার মানুষ৷ এই উত্তেজনায় ক্রমাগত ইন্ধন জুগিয়ে চলেছে পাকিস্তান৷ বুরহানের মৃত্যুর প্রতিবাদে বুধবার ‘কালো দিবস’ পালন করে পাকিস্তান৷ শুধু তাই নয়, প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে মিছিল করে বিষোদ্গার শুরু করল তারা৷
বুধবার লাহোরের মল রোড থেকে ইসলামাবাদ পর্যন্ত মিছিল করে জামাত সমর্থকরা৷ এই মিছিলেন নেতৃত্ব দেন মুম্বাই হামলার মাস্টারমাইন্ড তথা জামাত প্রধান হাফিজ সাইদ৷ ভারত বিরোধী স্লোগান ওঠে ওই মিছিলে৷ কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত এই মিছিল চলবে বলেও সুর চড়ান হাফিজ৷ জামাত-উদ-দাওয়ার মতো একটি নিষিদ্ধ সংগঠন কী করে পাকিস্তানের মাটিতে ভারতের বিরুদ্ধে ওইভাবে মিছিল করতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে৷
প্রসঙ্গত, কাশ্মীরে বিক্ষোভ ছড়াতে ইতিমধ্যেই পাকিস্তানের ৪০টি রাজনৈতিক দল অর্থ সংগ্রহ করছে বলে খবর পাওয়া গিয়েছে৷ যার মধ্যে রয়েছে বিভিন্ন নিষিদ্ধ সংগঠন৷ আর সেই ঝলকই এবার দেখা গেল বুধবারের মিছিলে৷
২১ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই