বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬, ০৭:৫৭:৫৭

মনে হচ্ছিল অভ্যুত্থানকারীদের বিমান থেকে বোমা ফেলা হচ্ছে : এরদোগান

মনে হচ্ছিল অভ্যুত্থানকারীদের বিমান থেকে বোমা ফেলা হচ্ছে : এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানকে বহনকারী বিমানটি আটক করতে চেয়েছিল অভ্যুত্থানকারীদের অন্তত দু'টি এফ-সিক্সটিন জঙ্গি বিমান। অভ্যুত্থান চলাকালে এর্দোগান যখন মারমারিস অবকাশ কেন্দ্র থেকে বিমানে করে ইস্তাম্বুলে আসছিলেন তখন অভ্যুত্থানকারীদের অন্তত দু'টি এফ-১৬এস জঙ্গি বিমান তাদের পিছু নিয়েছিল। আর এতে যে বিকট শব্দ হচ্ছিল, তাতে ভীতিকর পরিবেশের সৃষ্টি হচ্ছিল। মনে হচ্ছিল, এফ-১৬এস বিমান থেকে বোমা ফেলা হচ্ছে।

অভ্যুত্থান-পরবর্তী সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'আমরা যেই বিমানটিতে ছিলাম সেটিকেও দু'টি এফ-সিক্সটিন জঙ্গি বিমান নিরাপত্তা দিচ্ছিল। কিন্তু অভ্যুত্থানকারীদের বিমানগুলো আমাদের বহনকারী বিমানের রাডার ব্যবস্থা অচল করে দিতে সক্ষম হয়। অভ্যুত্থানকারীরা আমাদের বিমানটিকে আটক করতে চেয়েছিল।'

এরদোগান বলেন, আমদের বিমানের রাডার অচল হওয়ার কারণে যোগাযোগে কিছু সমস্যা হচ্ছিল। ফ্লাইটের সময় আমি আমার পাইলটদের সাথে কথা বলছিলাম। আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম, কতক্ষণ আমাদের আকাশে থাকতে হবে? তারা বলল, আমাদের আরো তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে। আর আমাদের যাত্রা শুরু থেকে আতাতুর্ক বিমানবন্দরে অবতরণের আগে পর্যন্ত এফ-১৬এস জঙ্গিবিমান আমাদের ওপর দিয়ে, মাটির খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছিল। সেগুলো সম্ভবত শব্দের চেয়েও দ্রুতগতিতে ছুটছিল।

তিনি এও বলেন, শব্দের চেয়ে বেশি গতিতে ছুটলে, যেটাকে বলা হয় সনিক বুম, যে শব্দ হয় সেটা বোমা ফেলার শব্দ বলে ভুল হতে পারে। দুই ধরনের শব্দই একই রকম। আবার আমরা শুনলাম, বিমানবন্দরে ১০ হাজারের বেশি লোক উপস্থিত রয়েছে। তবে এত কিছুর পরও অভ্যুত্থানকারীদের বিমান থেকে কেন গুলি ছোড়া হয়নি তা আমার কাছে একটা রহস্যই থেকে গেল।
২১ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে