বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬, ১১:২৪:৪৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু আমেরিকার মুসলমানদের

এবার ট্রাম্পের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু আমেরিকার মুসলমানদের

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলমানরা রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক মিলিয়ন ভোটারের নাম তালিকাভুক্ত করার অভিযান শুরু করেছেন। মুসলিম নেতারা মনে করছেন, ভার্জিনিয়া ও ফ্লোরিডার মতো ফলাফল নির্ধারণী অঙ্গরাজ্যগুলোতে মুসলমানরা ট্রাম্পকে হারিয়ে দিতে কার্যকর ভূমিকা পালন করতে পারেন। আগামী নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউএস কাউন্সিল অব মুসলিম অর্গানাইজেশনের অন্যতম নেতা ওসামা আবু ইরশায়িদ  বলেছেন, “আমরা মুসলিম কমিউনিটিকে বলতে চাই, আপনারা যদি নিজেদের অধিকার স্বেচ্ছায় বর্জন করেন তাহলে অন্য কেউ তা আপনাদেরকে ফিরিয়ে দেবে না।

ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অন্যান্য দেশ থেকে আমেরিকায় মুসলমানদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ৩৩ লাখ মুসলমানকে আলাদাভাবে তালিকাভুক্ত করার দাবি জানিয়েছেন। কাজেই মুসলিম বিদ্বেষী এ নেতাকে ভোট না দিতে সব মুসলমানের প্রতি আহ্বান জানাচ্ছেন মুসলিম নেতারা। আমেরিকার মসজিদগুলোর পেশ ইমামরা এক মিলিয়ন ভোটার তালিকাভুক্ত করার অভিযানে অংশ নিতে মুসলমানদের উৎসাহিত করার চেষ্টা করছেন।

অপর মুসলিম নেতা নিহাদ আওয়াদ বলেছেন, যুক্তরাষ্ট্রে মুসলিম আতঙ্ক তৈরির যে অভূতপূর্ব প্রচেষ্টা দেখা যাচ্ছে তা রুখতে তারা এ অভিযান শুরু করেছেন। এ পর্যন্ত তিন লাখ মুসলমান এই অভিযানে নিজেদের নাম তালিকাভুক্ত করেছেন।
২১ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে