আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে বসবাসরত মার্কিন নাগরিকদের দেশটিতে ‘আসন্ন হুমকি’র বিষয়ে সতর্ক করেছে আমেরিকার পররাষ্ট্র দফতর। এতে পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত তাদেরকে বাড়তি সতর্কতা গ্রহণের পরামর্শও দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের বন্দর নগরী জেদ্দার রেস্টুরেন্ট, বাজার, বিপণী কেন্দ্রসহ যে সব এলাকায় পশ্চিমীরা যাতায়াত করে সেখানে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে আসন্ন হামলার হুমকি রয়েছে বলে মার্কিন দূতাবাস জানতে পেরেছে।
এ ছাড়া, সৌদি আরব সফরের ওপর এতে বাধা-নিষেধ আরোপ করা হয়েছে। উমরাহ্ ভিসায় যে সব মার্কিন নাগরিক সৌদি সফর করছেন তাদেরকে পবিত্র মক্কা ও মদিনা শরীফ এবং জেদ্দার বাইরে যেতে এ বিবৃতিতে নিষেধ করা হয়েছে।
সৌদি অন্যান্য শহরে বসবাসকারী মার্কিন নাগরিকদের জনাকীর্ণ এলাকা এবং পশ্চিমীরা যে সব এলাকায় যাতায়াত করে তা এড়িয়ে চলতে বলা হয়েছে। বিনা অনুমতিতে ইয়েমেন সীমান্ত থেকে ৫০ মাইলের মধ্যে এবং জিজান ও নাজরান প্রদেশের শহরগুলো সফর না করতেও এতে বলা হয়েছে।
মার্কিন সরকারি কর্মকর্তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফ নগরী এবং তার আশেপাশের এলাকাসহ আওয়ামিয়াহ সফরের ওপর একই বাধা নিষেধ আরোপ করা হয়েছে।
অবশ্য এতে ‘আসন্ন হুমকি’ সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ দেয়া হয় নি।
২২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম