শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ০৯:৪১:১৮

ডাঃ জাকির নায়েকের ‌‘সহযোগী’ গ্রেফতার

ডাঃ জাকির নায়েকের ‌‘সহযোগী’ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় স্কলার ও ইসলাম প্রচারক ডাঃ জাকির নায়েকের পিআরও আরশিদ কুরেশিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ডাঃ জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে।

গতকাল রাতে কেরলে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করে ভারতের মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা ও কেরল পুলিশের একটি যৌথ দল।

নবি মুম্বইয়ের সিউডের ফ্ল্যাট থেকে গ্রেফতার করে আরশিদকে সিবিডি-বেলাপুরের একটি আদালতে পেশ করা হয়। আদালত ২৫ জুলাই পর্যন্ত তাকে কেরল পুলিশের হেফাজতে রাখার জন্য ট্রানজিট রিমান্ড দিয়েছে।

কোচিতে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ১৫৩এ (বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বৈরিতা তৈরি) ধারা এবং ইউএপিএ আইনে মামলা রুজু করা হয়।

কেরলের মেরিন ওরফে মারিয়ম তাঁর স্বামী বেস্টিন ভিনসেন্ট ওরফে ইয়াহিয়ার সঙ্গে নিখোঁজ বলে অভিযোগ। মেরিনের ভাই এবিন জ্যাকব পুলিশের কাছে অভিযোগ করেন যে, তাঁকে ধর্মান্তরিত করে জঙ্গি সংগঠন আইএসে যোগদানের জন্য তাঁর ওপর জোর ফলানোর চেষ্টা করা হয়। এবিনের অভিযোগ, তাঁকে ধর্মান্তরিত করার চেষ্টার পিছনে আরশিদ ও বেস্টিনের হাত ছিল।
২২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে