আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের নানগারহার প্রদেশে একটি সামরিক অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ পর্যায়ের কমান্ডার সাদ ইমারাতি নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তাবাহিনীর বরাত দিয়ে এ সংবাদ দিয়েছে বিবিসি।
সাদ ইমারাতি আইএসের আফগানিস্তান-পাকিস্তান শাখার প্রতিষ্ঠাতাদের একজন। তার নেতৃত্বে তালেবান ও আফগান সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি বড় হামলা চালিয়েছে আইএস।
আফগান কর্তৃপক্ষ জানায়, সোমবার রাতভর নানগারহার প্রদেশের কোট এলাকায় অভিযান চালায় আফগান সেনাবাহিনী। অভিযানের বেশকিছু ছবিও প্রকাশ করেছে। অভিযানের একদিন আগেই কাবুলে আইএসের বোমা হামলায় ৮০ জন বেসামরিক মানুষ নিহত হন।
সাদ ইমারাতি এর আগে একজন তালেবান কমান্ডার ছিলেন। পরে তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের মৃত্যুর পর আইএসে যোগ দেন তিনি।
ইন্টেলিজেন্স তথ্য মতে, ওই অঞ্চলে তিনি আইএসের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে একজন ছিলেন।
৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম