আন্তর্জাতিক ডেস্ক : প্রচন্ড জোরে আসলো প্রকৃতির ডাক। সেই প্রকৃতির ডাকের চাপে তলপেট ফেটে যাওয়ার জোগাড়। তাহলে উপায়! বাস কিংবা লোকাল ট্রেন হলে বাধ্য হয়ে দরজার সামনে দাঁড়িয়ে কাজটা সেরে ফেলা যায়। কিন্তু মাঝআকাশের প্লেনে! প্লেনে তো ঝাঁ চকচকে টয়লেট আছেই। আচ্ছা ৩০ হাজার ফুট ওপরে উঠে টয়লেটে বদলে যদি প্লেনের দরজা খুলে কেউ প্রস্রাব করতে যায় তাহলে!
হ্যাঁ, এমন কাণ্ডই ঘটালেন এক স্কটিশ প্লেন যাত্রী। এডিনবার্গ থেকে আমস্টারডাম যাওয়া প্লেনের মাঝ আকাশে দরজা খোলার চেষ্টা করতে গিয়েছিলেন জেমস গ্রে নামের সেই যাত্রী। কারণ তিনি প্রস্রাব করবেন। ব্যাপরটা বুঝতে পেরে জেমসকে বাধা দেন বিমান কর্মীরা।
শাস্তি হিসেবে ৬০০ ইউরো জরিমানা ও ৫ বছর কোনও বিমানে ওঠার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। জেমস অবশ্য বলছেন, তিনি হয়ত ভেবেছিলেন প্লেনের দরজাটা আসলে টয়লেটের।
২৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি