আন্তর্জাতিক ডেস্ক : এই কারণে বলে প্রভু ভক্ত কুকুর। নিজের প্রাণ দিয়ে এবার প্রভুকে বাঁচালো এক কুকুর। প্রভুকে ছোবল মারার আগে বিষধর গোখরোর ওপর ঝাঁপিয়ে পড়লো প্রভুভক্ত জ্যাক। সাপে-কুকুরে রুদ্ধশ্বাস লড়াই, মরলো সাপ। প্রভুর পায়ের কাছে লুটিয়ে পড়ল সারমেয়।
প্রভুভক্ত যে কুকুর তা আরও একবার তা প্রমাণ হয়ে গেল। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মাল নদীর ধারে বাড়ি বিমল ঘোষের। বাড়িতে রয়েছে বেশ কয়েকটি স্পিত্জ। প্রভুর একডাকে ছুটে আসে তারা। কিন্তু প্রভুর জন্য সত্যিই তাঁর প্রিয় পোষ্য জ্যাককে যে প্রাণ দিতে হবে, কল্পনাও করতে পারেননি বিমল। বাড়ির উঠোনে কাজ করছিলেন একমনে।
হঠাত্ই বিষধর গোখরোর হানা। জানতেই পারেননি বিমল। কিন্তু জ্যাকের কড়া নজর এড়াতে পারেনি বিষধর। প্রভুর দিকে পা বাড়ানোর আগেই গোখরোর ওপর ঝাঁপিয়ে পড়ে জ্যাক। সাপে-কুকুরে টানাটানি। দীর্ঘ লড়াইয়ের পর লুটিয়ে পড়ে বিষধর। বিষধরের মারণ কামড় শরীরে নিয়ে জ্যাকও প্রভুর পায়ে নেতিয়ে পড়ে।
নিজের জীবন বেঁচেছে। কিন্তু তবুও মন ভাল নেই বিমলের। জ্যাকের চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।
২৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি