আন্তর্জাতিক ডেস্ক : ৩১ বছর আগে খবর বেরিয়েছিল তিনি খুন হয়েছেন। এখন জানা গেল তিনি জীবিত আছেন।
১৯৮৪ সালে জার্মানির উত্তরাঞ্চলের একটি শহরের ছাত্রীনিবাস থেকে নিখোঁজ হন পেত্রা। সেসময় ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী ছিলেন তিনি। বয়স ছিল ২৪। ব্যাংক থেকে টাকা তুলে তিনি বেরিয়ে যান। এক প্রতিবেশীকে বলে যান তার পোষা পাখিটির দিকে দৃষ্টি রাখতে।
এরপর পেত্রার আর কোনো সন্ধান পায়নি ওই প্রতিবেশী। পুলিশ ব্যাপক অনুসন্ধান চালালেও তার খোঁজ মেলেনি। যে কারণে ৫ বছর পর তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনা এখানেই থেমে থাকেনি। এক লোক পেত্রাকে খুন করেছেন বলে স্বীকার করেন পুলিশের কাছে। এজন্য তার সাজাও হয়েছে। কিছুদিন পর অবশ্য তিনি সেই স্বীকারোক্তি প্রত্যাহার করে নেন।
সম্প্রতি একটি চুরির অনুসন্ধান করতে গিয়ে পুলিশ দেখতে পায় বর্তমানে ৫৫ বছর বয়সী পেত্রা ভুয়া আইডি ব্যবহার করে পশ্চিম জার্মানির ডুসেলডর্ফে বাস করছেন।
আত্মগোপনের বিষয়ে পেত্রা মিডিয়াকে বলেন, তিনি জনগণ ও তার পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে চেয়েছিলেন। সূত্র: বিবিসি
২৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস