আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাকা শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের সদরদপ্তর রক্ষার চেষ্টা করছে আমেরিকা। এ অভিযোগ তুলেছেন খোদ মার্কিন ‘ভেটার্নস টুডে’ পত্রিকার সিনিয়র সম্পাদক গর্ডন ডাফ।
ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ার মানবিজ শহরে বিমান অভিযান চালাতে গিয়ে মার্কিন বিমান বাহিনী সেখানে বেসামরিক মানুষজন হত্যা করেছে। প্যারিস টুডের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। প্রকৃতপক্ষে সেখানে তারা অভিযান চালাতে গিয়ে এক ধরনের বিপদে পড়েছে এবং অভিযান ব্যর্থ হয়েছে। আসলে আমেরিকা এ অভিযানের মাধ্যমে আইএসের জন্য রাকাকে নিরাপদ রাখার চেষ্টা করেছে কারণ আইএসকে তারাই রাকা শহরে নিয়ে এসেছে। রাকা হচ্ছে আইএসের কথিত খেলাফতের রাজধানী।
গর্ডন ডাফ বলেন, রাশিয়ার সঙ্গে সমন্বয় না করে মার্কিন বাহিনী যে যুদ্ধ করছে তার কারণে তারা সমস্যায় পড়েছে এবং আইএসকে কেন্দ্র করে আমেরিকা আসলে রাজনৈতিক যুদ্ধ করছে। ইরাক ও আফগানিস্তানে ড্রোন হামলার মাধ্যমে আমেরিকা বছরের পর বছর যা করেছে সিরিয়ায়ও তাই করতে চাইছে। তারা দেশটিতে বেসামরিক লোকজনকে হত্যা করছে কিন্তু আইএসের ওপর হামলা চালিয়েছে আজ পর্যন্ত তার কোনো প্রমাণ নেই।
২৯ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই