শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ০৯:০২:৪১

রাশিয়ায় পবিত্র কোরআনে আগুন দেয়ার অভিযোগে ১২ জনের জেল

রাশিয়ায় পবিত্র কোরআনে আগুন দেয়ার অভিযোগে ১২ জনের জেল

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৩ সালে ‘মস্কো’র মেট্রোয় পবিত্র কোরআনে আগুন লাগানোর অভিযোগে রাশিয়ার ১২ যুবককে ৫ থেকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে সেদেশের একটি আদালত।

রাশিয়ার এই আদালত এই দলের নেতা ‘আলেকজান্ডার সুকুলুভ’কে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। ১২ যুবককেই মেট্রোয় পবিত্র কোরআনে আগুন লাগানোর ঘটনাটি স্বীকার করেছে।

এদিকে পবিত্র কোরআন অবমানকারী এই দলের আইনজীবী উচ্চ আদালতে আপিল করার আহ্বান জানিয়েছে।

২০১৩ সালের ৩১ শে ডিসেম্বর মস্কোর মেট্রোয় ১২ যুবক ঐশী গ্রন্থ পবিত্র কোরআনে আগুন দেয়। মেট্রোতে থাকা অপর এক ব্যক্তি পবিত্র কোরআনে আগুন দেয়ার দৃশ্য ধারণ করে এবং পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। আর এ সূত্র ধরে এই যুবকদের গ্রেফতার ও শাস্তি প্রদান করা হয়।-ইকনা
২৯ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে