আন্তর্জাতিক ডেস্ক : ২৬ পর্যটকের প্রাণ কেড়ে নিল নেশাগ্রস্ত এক চালক। তাইওয়ানে একটি পর্যটন বাস বিস্ফোরিত হয়ে ২৩ চীনা পর্যটকসহ নিহত হন ২৬ যাত্রী।
ওই ঘটনায় শুক্রবার প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
ওয়াং ই উয়েন নামে তাইপের এক পুলিশ কর্মকর্তা বলেন, চালকের রক্ত, মূত্র ও পাকস্থলী পরীক্ষায় মাত্রাতিরিক্ত মদ পানের প্রমাণ মিলেছে।
গত ১৯ জুলাইয়ের ওই দুর্ঘটনায় চালকও নিহত হন। তাইওয়ানে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বেপরোয়া গতিতে চালানোর কারণে পর্যটন বাসটি রাস্তার পাশের লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতেই প্রাণ হারান ২৬ যাত্রী।
২৯ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম