আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের ‘ইয়ান আতিয়ান দি রুফ্রি’ গ্রামের মসজিদটি একই গ্রামের ২০০০ সালে ক্যাথোলিক গীর্জা কর্তৃক দানকৃত একখণ্ড জমিতে নির্মিত হয়েছিল।
এ গীর্জায় গত মঙ্গলবার স্থানীয় খ্রিষ্টানদেরকে জিম্মি করা হয়। এ সময় এর ধর্মযাজককে নির্মমভাবে গলা কেটে হত্যা করে হামলাকারী দুই সন্ত্রাসী।
ঘটনার শিকার ঐ গ্রামের মসজিদের পেশ ইমাম, দুই দায়েশ সন্ত্রাসী কর্তৃক তার বন্ধু (ক্যাথোলিক ধর্মযাজক)কে গলা কেটে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে এক বর্বর বলে আখ্যায়িত করেছেন।
ক্যাথোলিক খ্রিষ্টান সমাজ ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মুহাম্মাদ কারাবিল বলেন, মসজিদের মুসল্লিরা এ অপরাধকর্মে স্তম্ভিত, কেননা খ্রিষ্টান এ ধর্মজাযক অনেক মানুষকেই সাহায্য করতেন।
কারাবিল ও ধর্মযাজক প্রায়ই একেঅপরের সাথে সাক্ষাত করতেন এবং ধর্মীয় বিভিন্ন বিষয়সহ শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে আলোচনা করতেন।
প্রসঙ্গত, সন্ত্রাসী দুই যুবক, গত মঙ্গলবার ফ্রান্সের ঐ গ্রামের গীর্জায় হামলা চালায়। এ সময় তারা গীর্জার খ্রিষ্টানদেরকে জিম্মি করলে পুলিশ তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় এতে তারা উভয়েই নিহত হয়। -ইকনা
৩০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম